সোনাইমুড়ীতে শিক্ষার্থী রিফাতের উপর হামলার বিচার চেয়ে মানববন্ধন 

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী সরকারি কলেজ শিক্ষার্থী রিফাতের উপর ক্লাস চলাকালীন বহিরাগতরা প্রবেশ করে সশস্ত্র হামলার প্রতিবাদ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তার নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে সোনাইমুড়ী সরকারি কলেজ গেইটে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় শিক্ষার্থীরা কলেজে বহিরাগতদের প্রবেশ ঠেকানোর দাবি জানিয়ে বলে,সোনাইমুড়ী একটি সরকারি কলেজ এখানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কলেজ কতৃপক্ষ যেনো প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। পাশাপাশি তাদের সহপাঠী রিফাতের উপর ক্লাস চলাকালীন বহিরাগতরা প্রবেশ করে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানায়।
উল্লেখ্য,গত মঙ্গলবার দুপুরে সোনাইমুড়ী কলেজের প্রথম বর্ষের ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী রিফাতের উপর ক্লাস চলাকালীন কয়েকজন বহিরাগতরা প্রবেশ করে তার উপর হামলা চালিয়ে মারাত্মক আহত করে। এ ঘটনায় সোনাইমুড়ী থানায় আহত রিফাতের বাবা ওয়ার্ড কমিশনার জহিরুল ইসলাম ভূঁইয়া একটি মামলা দায়ের করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি মোরশেদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.