সেলফি তুলতে গিয়ে নাটোরের লালপুরে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

 

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার গেীরীপুরে পদ্মা নদীর হাঁটু পানিতে নেমে মোবাইল ফোনে সেলফি তুলতে গিয়ে ডুবতে যাওয়া দুই বন্ধুকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয়েছে আশরাফ সিদ্দিকি আবির (১৪) নামের এক স্কুল ছাত্রের। সে উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র এবং কুঁজিপুকুর গ্রামের আবুবকর সিদ্দিকের ছেলে। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টা পর্যন্ত চেষ্টা করেও ডুবুরি দল তাকে উদ্ধার করতে পারেনি।

নদীর পানিতে নিখোঁজ হওয়া আবিরের বন্ধু ও স্থানী সূত্রে জানা গেছে উপজেলা পর্যায়ের বিজয়ফুল প্রতিযোগীতার কারণে সকাল সাড়ে ১০টায় স্কুল ছুটি হয়ে যায়। সুযোগে ১৬ বন্ধু এক সাথে উপজেলার গৌরপুরে পদ্মা নদী দেখতে যায়। তারা সকলেই ৯ম শ্রেণির ছাত্র। সেখানে তারা নদীর পানিতে হাঁটু পর্যন্ত পা ভিজিয়ে মোবাইল ফেনে সেলফি তুলছিল। এমন সময় সায়েম ও তানজিল নামে ২ বন্ধু বেশী পানিতে পড়ে ডুবে যেতে থাকে। তাকে উদ্ধার করতে যায় আবির। অন্যান্যদের সহযোগীতায় সায়েম ও তানজিল বেঁচে গেলেও নদীর পানিতে তলিয়ে যায় আবির। খবর পেয়ে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, উপজেলা নির্বাহী আফিসার উম্মুল বানীন দ্যুতি ও থানার ওসি নজরুল ইসলাম জুয়েল সহ আওয়ামীলীগের স্থানীয় নের্তৃবৃন্দ, নর্থবেঙ্গল সুগার মিলের কর্মকর্তরা, স্সুলের শিক্ষক ছাত্র-ছাত্রীর সেখানে ছুটে যান।

এব্যাপারে লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েলে বিটিসি নিউজকে জানান, রাজশাহীর দমকল বাহিনীর ডুবুরী দলকে খবর দিলে তারা ঘটনা স্থলে পৌঁছে বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাকে উদ্ধারে ব্যর্থ হয়।

নর্থ বেঙ্গল হাইস্কুলের প্রধান শিক্ষক গাওছুল আজম বিটিসি নিউজকে জানান, সরকারের ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ কর্মসূচীর উৎসব পালনে আমাদের স্কুল ভেন্যু হিসেবে ব্যবহার হচ্ছে। অ্যাসেম্বলি শেষে আমি স্কুল ছুটি দিয়ে দিয়েছি। ছেলেরা স্বেচ্ছায় পদ্মার ধারে এসেছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.