সেনাবাহিনীর প্রতিনিধি দল তাজমহল পরিদর্শনে করছেন

বিটিসি নিউজ ডেস্ক: ভারতে সফররত বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল দেশটির অন্যতম দর্শনীয় স্থান আগ্রার তাজমহল পরিদর্শন করেছে। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে চলমান সহযোগিতা বাড়াতে ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতের আমন্ত্রণে প্রতিনিধি দলটি এই সফরে যায়।

গতদকাল শুক্রবার ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
হাইকমিশন জানিয়েছে, সেনা প্রতিনিধি দলের সদস্যরা সফরের তৃতীয় দিন তাজমহল ও আগ্রা দুর্গ পরিদর্শন করেন। এছাড়াও তারা ভারতের রাষ্ট্রপতি ভবন, ইন্ডিয়া গেট, মানেকশ সেন্টারসহ দিল্লির বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

ছয় দিনের সফরে ভারত যাওয়া বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি দলের সদ্যরা এখনও দিল্লি, আগ্রা, কলকাতার বিভিন্ন স্থানের পাশাপাশি কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান চুরুলিয়া পরিদর্শন করবেন বলে জানা যায়।

বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে এক বৈঠকে এ সফরের বিষয়ে প্রস্তাব দিয়েছিলেন। সে অনুযায়ী ভারতের সেনাপ্রধান এ সফর বাস্তবায়নের উদ্যোগ নেন।

২৬ নভেম্বর ভারত সফরে যাওয়া বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি দলের ২৫ কর্মকর্তার সঙ্গে তাদের স্ত্রীরাও রয়েছেন। প্রতিনিধি দলের সদস্যরা ২ ডিসেম্বর পর্যন্ত ভারতে অবস্থান করবেন।#

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.