সুলতান সালাহউদ্দিন টুকুর জামিন বাতিল

ঢাকা প্রতিনিধি: নাশকতার ১৪ মামলায় সাবেক ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করেছে আপিল বিভাগ।

একইসঙ্গে তাকে নিম্ন আদালতে জামিন চাইতে বলা হয়েছে। আজ রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেয়।

এর আগে হাইকোর্ট টুকুকে এসব মামলায় এক বছরের জামিন দিয়েছিলো। ওই জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.