সুবর্ণচরে রবি প্রণোদনা পেল ৫৭৫০ জন কৃষক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সুবর্ণচরে রবি ২০২২-২৩ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, মুগ ও খেসারী ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৫ হাজার ৭৫০ জন কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) দুপুরে সুবর্ণচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক হলরুমে এ কর্মসূচির উদ্ভোধন হয়।
অনুষ্ঠানে উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. কামাল উদ্দিনের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশীদ।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা কাউসার আহমেদ, মৎস কর্মকর্তা খোরশেদ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলাম প্রমুখ। এছাড়াও কৃষক-কৃষাণী, কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
কৃষি অফিস সূত্রে জানা যায়, ২হাজার কৃষকের মাঝে সরিষা, ১২শত কৃষকের মাঝে সূর্যমুখী, ৫শত কৃষকের মাঝে খেসারী, ৩শত কৃষকের মাঝে চিনাবাদাম, ৫শত কৃষকের মাঝে সয়াবিন, ৫০জন কৃষকের মাঝে মসুর, ১শত কৃষকের মাঝে গম, ১শত কৃষকের মাঝে ভুট্টা ও ১হাজার কৃষকের মাঝে মুগডালের বীজসহ জনপ্রতি ১০কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করেন অতিথিরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.