পঞ্চগড়ে জমিয়াতুল মোদার্রেছীনের মানববন্ধন 

পঞ্চগড় প্রতিনিধি: মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখতে স্বতন্ত্র শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নের ১৩ দফা দাবি আদায়ে পঞ্চগড়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন নামে একটি সংগঠন।
সোমবার (১৪ নভেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের মুক্তমঞ্চের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের পঞ্চগড় জেলা শাখার সভাপতি ড. আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আরমান আলী, তেঁতুলিয়া উপজেলার সভাপতি মোস্তাফিজুর রহমান, আটোয়ারীর সভাপতি সোলেমান আলী, দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা মাদরাসা শিক্ষার জন্য সরকারের প্রণীত ও জাতীয় সংসদে গৃহীত জাতীয় শিক্ষা নীতি-২০১০ অনুযায়ী স্বতন্ত্র শিক্ষাক্রম, পাঠ্যসূচি, পাঠ্যবই, মাদরাসা শিক্ষাবোর্ড ও জমিয়াতুল মোদার্রেছীনের বিজ্ঞ ও বিশেষজ্ঞ আলেমদের সমন্বয়ে প্রণয়নের ১৩ টি দাবি তুলে ধরেন।
মানববন্ধন শেষে পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.