সুবর্ণচরে বন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা ও বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি: “মুজিববর্ষের অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি” এ শ্লোগানে নোয়াখালী সুবর্ণচরে বন বিভাগের আয়োজনে উপকারভোগীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ও বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বন কর্মকর্তা মোশাররফ হোসেনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা।
এসময় উপজেলা ভাইস-চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবতায় কর্মকর্তা মো. কাউছার আহম্মেদ স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যাপক বেলায়েত হোসেনসহ, সামাজিক, রাজনৈতিক, জনপ্রতিনিধি ও চারশতাধীক শতাধিক উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উপজেলা বন বিভাগ সূত্রে জানা যায়, টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের অধীনে উপজেলা চর আমান উল্যাহ ইউনিয়নের চর দরবেশ সাতাইশদ্রোণ গ্রামে নবগঠিত মুজিব কিল্লা সড়কের দু’পাশে ফলজ, বনজ ও ওষুধী গাছ সহ বিভিন্ন প্রজাতের বৃক্ষরোপণ করা হয়৷ এবং পর্যায়েক্রমে উপজেলার চরক্লার্ক, চর জুবলী, চরজব্বর এবং চরওয়াপদা ইউনিয়নে বৃক্ষ বিভিন্ন প্রজাতির এক লক্ষ চারা রোপণ করা হবে। এই গাছ গুলো আটশত পঁচাত্তর জন উপকারভোগী ভূমি মালিকগণ তদারকি করবেন করবেন বলে জানিয়েছেন।
উপজেলা বন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন বলেন, বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন চরসহ উপকূলীয় এলাকায় বনায়ন প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থ বছরে সৃজিত্য ২৫.০ সিডলিং কি.মি. স্ট্রিপ বাগানের সাথে সম্পৃক্ত সামাজিক বনায়নের উপকারভোগীদের সামাজিক বনায়ন, বাগান উত্তোলন কৌশল এবং প্রাকৃতিক দুর্যোগ রোধে উপকূলীয় বনায়নের গুরুত্ব সম্পর্ক জনগণকে সক্ষম করে তোলার জন্য নোয়াখালী সুবর্ণচরে উপকাভোগীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ও বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন, দারিদ্র্য বিমোচনে বৃক্ষ রোপণ কর্মসূচি গুরত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে মন্তব্য করেন এবং এই বৃক্ষ থেকে উপকারভোগীরা সুবিধা ভোগ করবেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.