সুবর্ণচরে অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সুবর্ণচরে অবৈধভাবে বালু উত্তোলন করায় সোহাগ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৬ নভেম্বর) বিকালে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের চর বৈশাখী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সক্লুসিভ ম‍্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা। এসময় অভিযানে সহযোগীতা করেন চরজব্বর থানা পুলিশ।
অভিযান সূত্রে জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সক্লুসিভ ম‍্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.