সুন্দরবন থেকে জব্দ কাঁকড়া অবমুক্ত করেছে বনবিভাগ

বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবন থেকে জব্দ শিলা কাঁকড়া অবমুক্ত বাগেরহাটের পূর্ব সুন্দরবন থেকে শিকার করা ১১ শত ৫০ কেজি শিলা কাঁকড়া পরিবহনের অনুমোতি না নিয়ে লোকালয়ে আসার পথে একটি ফিশিং ট্রলারসহ ২৪ জেলেকে আটক করেছে বনবিভাগ।

গত সোমবার দিবাগত মধ্যরাতে শরণখোলার বলেশ্বর নদী থেকে শীলা কাঁকড়াসহ এসব জেলেদের আটক করা হয়।

গতকাল মঙ্গলবার আটক শিলা কাঁকড়াগুলো সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। আটক জেলেদের নামে বন আইনে মামলা করে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।বাগেরহাটের শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা (এসও) মো. মিজানুর রহমান জানান, আটক জেলেরা সুন্দরবন বিভাগের চাঁদপাই ও দুবলা ফরেষ্ট অফিস থেকে পারমিট (পাশ) নিয়ে সুন্দরবনের রপ্তানী পন্য শিলা কাঁকড়া শিকার করে।

কিন্তু তারা সরকারী রাজস্ব ফাঁকি দিতে সুন্দরবন বিভাগ থেকে কাঁকড়া পরিবহনের অনুমোতি পত্র না নিয়ে এবং নির্ধারিত রুট ব্যবহার না করে অন্য পথে বন থেকে বের হচ্ছিলো।

পরে বন বিভাগ অভিযান চালিয়ে একটি ফিশিং ট্রলার ও সাহে ১১ শথ কেজি শিলা কাঁকড়াসহ ২৪ জেলেকে আটক করে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.