সুন্দরবনে স্মার্ট টিমের সাথে দস্যু বাহিনীর গুলিবিনিময়

 

খুলনা ব্যুরো: সুন্দরবনে স্মার্ট টিমের সাথে বনদস্যু সাত্তার বাহিনীর গুলিবিনিময় হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভদ্রা নদীর ঝনঝনিয়া খালে এ ঘটনা ঘটে। এসময় দস্যুদের কবল থেকে একজন অপহৃত জেলে উদ্ধার করেছে স্মার্ট টিমের সদস্যরা।

সুন্দরবন পশ্চিম বিভাগের সহকারি বন সংসরক্ষক শোয়াইব খান জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে স্মার্ট টিমের সদস্যরা ভদ্রা নদীতে টহল দিচ্ছিল। এসময় দস্যু বাহিনীর একটি দল জেলে অপহরণ করে ট্রলারে করে ঝনঝনিয়া খাল দিয়ে সুন্দরবনের গহীনে প্রবেশ করছিল। সন্দেহ হওয়ায় স্মার্ট টিমের সদস্যরা চ্যালেঞ্জ করলে দস্যুদের ট্রলার থেকে গুলি ছোঁড়া হয়।

স্মার্ট টিমের বোট থেকে পাল্টা গুলি ছুঁড়লে দস্যুরা মুহুর্মুহু গুলি ছঁড়তে থাকে। এক পর্যায়ে অবস্থা বেগতিক দেখে দস্যুরা একটি ট্রলার ফেলে রেখে পালিয়ে যায়। ওই বোট থেকে ৬৩ রাউন্ড গুলির খোসা, ট্রলার, দুটি দেশী তৈরি বন্দুক উদ্ধার করে। এসময় স্মার্ট টিমের ২৫ রাউন্ড গুলি বিনিময় হয়। এছাড়াও অপহৃত কয়রার জোড়শিং এলাকার জেলে জাহিদুল ইসলামকে উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন টিম লিডার মোঃ আবু সাইদ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.