সুদানে ‘উইলিয়াম‘ সিরামিক কারখানায় জ্বালানি ট্যাংক বিস্ফোরণে নিহত ২৩

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ সুদানের রাজধানী খারতুমে `উইলিয়াম` নামে একটি  সিরামিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুনে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৩০ জন। এক বিবৃতিতে দেশটির প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা রয়টার্স  জানিয়েছে, খারতুমের উত্তর সাবার্ব এলাকায় ‘উইলিয়াম‘ সিরামিক কারখানার জ্বালানি ট্যাংক বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটে।  এ সময় কারখানাটিতে আগুন ধরে তা ছড়িয়ে পড়ে এবং চারপাশ ধোয়াচ্ছন্ন হয়ে ওঠে।

ভিডিও ফুটেজে দেখা যায়, কারখানাটির কর্মীরা সাহায্যের জন্য ছুটোছুটি ও চিৎকার করছে। দুর্ঘটনায় কারখানাটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে সরকারের পক্ষে এক বিবৃতিতে বলা হয়েছে।

‘উইলিয়াম‘ সিরামিক কারখানার এক কর্মী বলেন, ‘আমি বিস্ফোরণের শব্দ শুনে দৌড় দিই । আমার পাশে আরও একজন লোক দৌড়াচ্ছিলেন। তিনি গুরুতর আহত হয়েছেন এবং আমারও পা আক্রান্ত হয়েছে ।’

স্বেচ্ছাসেবী হুসেইন ওমর বলেন, ‘আমি ১৪টি দেহ টেনে বের করেছি, যেগুলো সম্পুর্ন  পুড়ে গেছে।’

এদিকে, সরকারের পক্ষে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কারখানাটিতে নিরাপত্তা সামগ্রীর যথেষ্ট অভাব ছিল । আগুন নিয়ন্ত্রণের সামগ্রী এলোমেলোভাবে রাখা ছিল ।’

দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় রক্তদান করতে আহ্বান জানানো হয়েছে ওই বিবৃতিতে। চিকিৎসকরা জানিয়েছেন, গুরুতর আহতদের মধ্যে এশীয় নাগরিকরাও রয়েছেন।

স্থানীয় পুলিশ বলছে, আহতদের মধ্যে অনেককেই রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে । এদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.