সীমান্ত থেকে আদায় হল রাজস্ব

কলকাতা (ভারত) প্রতিনিধি: পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মত সীমান্তের ট্রাক টার্মিনালগুলো আনা হয় পরিবহন দপ্তরের আওতায়। আর তাতেই রাজস্ব বাবদ গত মাসে সরকারের আয় হয়েছে এক কোটির বেশী টাকা।
সীমান্তে যে সব পণ্য পরিবাহি ট্রাকগুলো পার্কিং লটে থাকে সেখান থেকে নিয়মিত পার্কিং ফি আদায় হত না আর হলেও সরাসরি তা পরিবহন দপ্তরের খাতে জমা হত না। এই ঘটনা মুখ্যমন্ত্রীর নজরে আসতেই পার্কিং লটগুলো থেকে রাজস্ব সরাসরি পরিবহন দপ্তরের আওতায় এনে জমা করান হয়। তাতেই সুফল মিলতে শুরু করেছে।
এখনও পর্যন্ত ছয়টি টার্মিনালে এই ব্যবস্থা চালু করা গেছে।
যেমন-উত্তর চব্বিশ পরগনার বনগাঁ, জলপাইগুড়ির ফুলবাড়ি, দক্ষিণ দিনাজপুরের হিলি, কোচবিহারের চ্যাংড়াবান্ধা, আলিপুরদুয়ারের জয়গাঁ, ও দার্জিলিঙের পানিট্যাঙ্কি।
মালদহের মহদিপুরে এখনও চালু হয়নি কারণ টার্মিনালটি ব্যক্তিগত মালিকানাধীন জায়গার ওপর অবস্থিত। এই ব্যাপারে ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে যাতে টার্মিনালটি অন্যত্র সরান যায় ও বর্তমান টার্মিনালগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ সহ উন্নত পরিষেবার ব্যবস্থা করা যায়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.