গিয়েও যাচ্ছেনা ওমিক্রণ

কলকাতা (ভারত) প্রতিনিধি: ইতিমধ্যেই সকলেই বলতে শুরু করেছে করোনার ভ্যারিয়েন্ট ওমিক্রণ শেষের দিকে।
সেই মতোই চলছে আনলকপর্ব। ধীরে ধীরে শিথিল হচ্ছে যাবতীয় বিধিনিষেধ। ছন্দে ফিরছে জনজীবন।
কেউ কোনভাবেই এখনও প্রমাণ সমেত দাবি করেনি ওমিক্রণ আর নতুন রূপে ফিরে আসবে না।
কিন্তু তার মধ্যেই শোনাগেল করোনার নতুন ভ্যারিয়েন্ট বি-1, বি-2 র পরে বি-3র ডঙ্কা।
ওমিক্রণ থেকে সাময়িক সুস্থ হয়ে উঠলেও থেকেই যাচ্ছে পেশীর ব্যথা দুর্বলতা মাঝে মাঝে হাঁচি কাশি সহ নানা উপসর্গ।
এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এর সাথে নতুন উপসর্গ যোগ হয়েছে বুকের মাঝে ব্যথা সহ পেটের রোগ। যাকিনা করোনার বি-3 র নামান্তর।
এই উপসর্গ থাকলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।
পর্যবেক্ষণে দেখা গেছে ওমিক্রণ প্রাণঘাতি না হওয়াতেও বেশীরভাগ জনগোষ্ঠী আক্রান্ত হয়েছেন। শরীরের ওপর তার দীর্ঘমেয়াদী প্রতিফলন দেখা গিয়েছে। চিকিৎসকদের ভাবিয়ে তুলছে দু-দুবার টিকা নেওয়ার পরেও এত ভোগান্তি।হয়ত এটা আরও বেশী হতে পারত যদিনা টিকাকরণ হত। অতএব এই টিকার ওপর ভরসা করেই বুস্টার ডোজের দিকে এগিয়ে যেতে হবে আগামী পৃথিবীকে।
যাইহোক বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি আপাতত থাকছেই।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.