সিলেটবাসী সচেতন হওয়া খুব বেশী প্রয়োজন


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: সারা বিশ্বের ন্যায় মহামারি করোনা ভাইরাস বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে।
ভাইরাস প্রতিরোধ করতে হলে চাই সচেতনতা। সকলের সচেতনার দ্বারাই ভাইরাস মোকাবিলা করা সম্ভব।

সারা দেশেই যখন ভাইরাস প্রবেশ করছে তখন আতংকে সকল জেলার মানুষ। একদিকে আতংক অন্যদিকে কর্মহীন এ নিয়ে কষ্টে আছে সকল জেলার মানুষ। কিন্তু কষ্টে থাকলে ও মহামারি ভাইরাস করোনা থেকে বাচঁতে চায় সবাই।

বাংলাদেশের সকল বিভাগের তুলনায় হযরত শাহজালাল (রঃ) এর ভুমি সিলেটে আক্রান্তের সংখ্যা কম। তাই আর দেরি না করে সচেতন হতে চায় সিলেটের মানুষ।

স্থানীয় লোকদের থেকে জানা যায়, সচেতন হওয়ার ক্ষেত্রে প্রথমেই, সিলেটের প্রবেশদ্বার মাধবপুরের সোনাই ব্রীজ লকডাউন করে দেওয়া জরুরি এবং সিলেটের সকল হাঁটবাজারের জনসমাগম বন্ধ করতে লকডাউন বাস্তবায়ন করা উচিত বলে মনে করে তারা।

সিলেটের বিভিন্ন জায়গায় সকল দোকানপাঠ বন্ধ করে রাখলে ও দেখা যায় গ্রামের বিভিন্ন দোকান খোলা রাখে। তারা বিটিসি নিউজকে জানায়, দোকান খোলা রাখার কারনে হয় জনসমাগম।

এই জনসমাগম কমাতে প্রসাশনের সু দৃষ্টি কামনায় সিলেট বিভাগের মাধবপুর থানার মানুষ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি মাজহারুল ইসলাম তানিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.