সিরাজগঞ্জে বিজয়ী কাউন্সিলর তরিকুল হত্যায় অস্ত্রসহ ২ আসামী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান হত্যা মামলার আসামী সাব্বির হোসেন ও রতনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সাব্বিরের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলিসহ উদ্ধার করা হয়।
তবে এ মামলার প্রধান আসামী শাহাদত হোসেন বুদ্দিনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) সকালে সিরাজগঞ্জ সদর থানা ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সিরাজগঞ্জ সদর সার্কেল সিনিগ্ধ আক্তার এ তথ্য জানান।

গত ১০ ফেব্রুয়ারী রাতে সদর উপজেলার খোকশাবাড়ি ফকিরতলা ও পৌর এলাকার কাঠেরপুল থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি। এখন পর্যন্ত এই হত্যা মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারী সিরাজগঞ্জ পৌরসভার ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার পর ৬নং ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন। পরে নিহতের ছেলে বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এখন পর্যন্ত এ মামলায় ১০ জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে হত্যা মামলার প্রধান আসামী শাহাদত হোসেন বুদ্দিনকে এখনও গ্রেপ্তার করা হয়নি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মোসুলতান হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.