সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌর এলাকার কাটাওয়াপদায় যাত্রীবাহী বাসের চাপায় শরিফ হোসেন নামে এক রিকশাচালক নিহত হয়েছে। এ সময় ঘাতক বাসটিতে ভাঙচুর চালায় স্থানীয়রা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
মঙ্গলবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ-মুলিবাড়ি বাইপাস সড়কের শহরের মালশাপাড়া কাটাওয়াপদা এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত রিকশাচালক শরিফ হোসেনের (৩০) বাড়ি সিরাজগঞ্জ পৌর এলাকার পুঠিয়াবাড়ি মহল্লায়।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির বিটিসি নিউজকে জানান, মঙ্গলবার সকালে কাটাওয়াপদায় এসআই পরিবহনের যাত্রীবাহী বাস একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক শরিফ নিহত হয়। এ সময় স্থানীয়রা বাসটি আটক করে ও ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি থানায় নিয়ে আসতে চাইলে স্থানীয়রা বাধা দেয়। তখন পুলিশের সঙ্গে স্থানীয়দের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জপ্রতিনিধি মো: সুলতান হোসেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.