সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় ১জন নিহত

 

সিরাজগঞ্জ প্রতিনিধি: গতকাল রোববার গভীর রাতে সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় পঙ্কজ দেবনাথ (৫০) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ সদর হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে রাত ৯টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযাগ সড়কের কড্ডার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পঙ্কজ দেবনাথ টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দেওহাটা গ্রামর বজ্রবাসী দেবনাথের ছেলে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ বিটিসি নিউজ প্রতিনিধিকে জানান, পাবনা থেকে সবজি বোঝাই ট্রাকে করে টাঙ্গাইল যাচ্ছিলেন পঙ্কজ। ট্রাকটি কড্ডা এলাকায় পৌঁছালে চাকা পাংচার হয়ে গেলে রাস্তার পাশে রেখে মেরামত করছিলেন চালক। এ সময় পেছন থেকে অপর একটি ট্রাক এসে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকের ওপরে থাকা পঙ্কজ নিচে পড় গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার কর সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখান তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.