সিরাজগঞ্জে করোনা সনাক্তের রেকর্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে গত ২৪ ঘন্টায় রেকর্ড ১৩৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ৩৯ দশমিক ৪৬ শতাংশ।
আজ শুক্রবার (০৯ জুলাই) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘন্টায় শহীদ এম মনসুর আলী পিসিআর ল্যাবে ২৪৫ ও জেলার বিভিন্ন হাসপাতালে র‌্যাপিড এন্টিজেন কীটের মাধ্যমে আরও ৯২জনসহ মোট ৩৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সনাক্ত হয় ১৩৩ জন। নমুনা পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ৩৯ দশমিক ৪৬ শতাংশ। তিনি বলেন, এর আগে গত ১ জুলাই সর্বোচ্চ ১১৯ জন সনাক্ত হয়েছিল। আক্রান্তের হার ছিল ৪৩ দশমিক ৫৮ শতাংশ।
সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় বিটিসি নিউজকে বলেন, জুনের শেষ সপ্তাহ থেকে এখন পর্যন্ত করোনা সংক্রমণ বাড়ছেই। গত ২৪ ঘন্টায় এ যাবতকালের রেকর্ড ছাড়িয়ে গেছে। সবাইকে সচেতন থাকার আহবান জানিয়ে তিনি বলেন, সরকারি বিধিনিষেধ মেনে চলতে হবে। নইলে সংক্রমণের হার নিয়ন্ত্রণহীন হতে পারে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মোসুলতান হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.