সিরাজগঞ্জের ঢাকা-রাজশাহী মহাসড়কে হেরোইনসহ বাস সুপারভাইজার আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: আজ বৃহস্পতিবার ভোর রাতে সিরাজগঞ্জের ঢাকা-রাজশাহী মহাসড়কের হাটিকুমরুল গোলচত্তর হাজি ইমান আলী মার্কেটের সামনে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪শ গ্রাম হেরোইনসহ সুপারভাইজারকে আটক করেছে হাইওয়ে পুলিশ।

আটক সুপার ভাইজার মো. শফিকুল ইসলাম (৪২) রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বাসুদেবপুর গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বিটিসি নিউজকে জানান, হাটিকুমরুল গোলচত্তর এলাকায় চেকপোস্ট বসিয়ে ভোলাহাট থেকে ঢাকাগামী চাঁপাই ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সুপার ভাইজারের কাছে থাকা ব্যাগ থেকে ৪শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় সুপারভাইজার শফিকুলকে আটক করা হয়।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মো: সুলতান হোসেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.