সিবিআই-র দপ্তরে হাজিরার নির্দেশ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের

ফাইল ছবি
কলকাতা (ভারত) প্রতিনিধি: এস এস সি ইস্যুতে রাজ্য রাজনীতি তোলপাড়ের মাঝেই সিবিআই-র জেরার মুখে পড়তে হলো রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও বর্তমান শিল্পোন্নয়ণ দপ্তরের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে।
সূত্রের খবর,এস এস সি র মেধা তালিকার বাইরে নিয়োগ হওয়াকে কেন্দ্র করে প্রার্থীরা আদালতের দ্বারস্থ হলে মাননীয় বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায় তাঁর পর্যবেক্ষণে জানান এই ব্যাপারে বিশদ রিপোর্ট তদন্ত করে সিবিআইকে দেবার নির্দেশ দেন।সেই মতোই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একাধিকবার হাজিরা দেন।
রাজ্য সরকারের তরফ থেকে ডিভিশন বেঞ্চে স্থগিতাদেশ চাইলেও তা না মঞ্জুর হয়।
সিবিআই পুনরায় তাঁকে আয়করের ফাইল সহ হাজিরা দিতে বলেন।
পাশাপাশি শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারীকেও জিজ্ঞাসাবাদ করা হয়। এই ইস্যুতে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী মেধা তালিকার বাইরে শিক্ষকতায় নিয়োগ হন।
যেহেতু অঙ্কিতা অধিকারী আদালতে তাঁর শিক্ষকতার উপযুক্ত নথি দেখাতে পারেনি সেই হেতু আদালত নির্দেশ দেয় গত ৪১ মাস শিক্ষকতা করার মাইনে দুই কিস্তিতে আদালতে জমা করতে হবে এবং তিনি আর শিক্ষকতা করতে পারবেন না।
তাঁর জায়গায় মেধা তালিকা অনুযায়ী পরবর্তী যোগ্য প্রার্থীকে নিয়োগ করতে হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.