সিপিসি-২ নাটোর, র‍্যাব-৫ এর অভিযানে গাঁজা সহ আটক-০৩

বিশেষ প্রতিনিধি: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‍্যাব-৫, রাজশাহীর একটি অপারেশনিক দল অদ্য শুক্রবার (১৩ আগষ্ট) ২০২১ ইং তারিখ গভীর রাত্রি ৩ টা ১৫ ঘটিকা হইতে রাত্রি ৪ ঘটিকা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সিংড়া থানাধীন পারসিংড়া গ্রামস্থ এলাকায় বগুড়া হইতে নাটোর গামী মহাসড়কের ডাক বাংলা মোড় নামক স্থানের পাকা রাস্তার উপর যানবাহন চেকপোষ্ট পরিচালনা কালে কোম্পানী অধিনায়ক মেজর মোঃ সানরিয়া চৌধুরী’র নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার পূর্বক ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃত মাদক কারবারির কাছে যথাক্রমে, (ক) আটককৃত কাভার্ড ভ্যানের কন্টেইনারের ভিতর হইতে শুকনো গাঁজা ৩৬ কেজি ৯০০ গ্রাম (যার অনুমানিক মূল্য- ১১,০৭,০০০/- (এগার লক্ষ সাত হাজার) টাকা, (খ) মোবাইল ফোন- ০৪ টি, (গ) সিমকার্ড- ০৭ টি, (ঘ) মোমেরী কার্ড- ০১ টি (ঙ) মাদক বিক্রয়লব্ধ নগদ- ৭,৭০০/- (সাত হাজার সাত শত) টাকা, (চ) কাভার্ড ভ্যান- ০১ টি, (ছ) গাড়ীর রেজিঃ পেপার- ০১ টি, (জ) ড্রাইভিং লাইসেন্স- ০১ টি উদ্ধার করেন।
অভিযানে গ্রেফতারকৃত আসামীরা হলো, ১। মোঃ নাঈম সরকার (২৩) (ড্রাইভার), পিতা- মোঃ দুলাল সরদার, সাং পশ্চিম বিলাসপুর, থানা ও জেলা- গাজীপুর, ২। মোঃ লাভলু সরকার (২১), পিতা- মোঃ আমিনুল ইসলাম, সাং�কুরুষা ফেরুষা(বালার হাট), থানা-ফুলবাড়ি, ৩। মোঃ মজনু মিয়া (২৭), পিতা- মোঃ মতিজার রহমান সাং- বামনাছড়া নয়াগ্রাম, থানা- উলিপুর, উভয়ের জেলা- কুড়িগ্রাম।
র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা জব্দকৃত আলামত গাঁজা কুড়িগ্রামের সীমান্ত এলাকা হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তিগণ পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয় বিক্রয় করে আসছে। উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নাটোর জেলার সিংড়া থানায় দেশের প্রচলিত আইনে মামলা রুজু করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.