নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাল স্ট্যাম্প তৈরির কারখানায় অভিযান চালিয়ে প্রায় কয়েক কোটি টাকার স্ট্যাম্পসহ ২ জনকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফরিদুর জেলার চরভদ্রাসন এলাকার আলমাছ খানের ছেলে মো. মিন্টু খান (৩৮) ও একই জেলার বোয়ালমারী এলাকার কামাল মিয়ার ছেলে মুন্না ইসলাম মিকাইল (২১)।
ঘটনাস্থলে গিয়ে ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জাল স্ট্যাম্প তৈরির সরঞ্জাম দিয়ে এই চক্রের সদস্যরা প্রায় কয়েক কোটি টাকা মূল্যের জাল রেভিনিউ স্ট্যাম্প, কোর্ট ফি তৈরি করে আসছে। রাতের আঁধারে চক্রটি কালার প্রিন্টার ব্যবহার করে রেভিনিউ স্ট্যাম্প তৈরি করে তা বাজারে বিক্রি করে আসছিল।
সূত্রে আরও জানা যায়, দেশের বাহিরে তৈরি মেশিন কিনে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় কারখানা স্থাপন করে বৃহৎ পরিসরে এই অবৈধ ব্যবসা শুরু করেন। গোপন এই ছাপাখানায় সুদক্ষ অপারেটর দ্বারা বিভিন্ন মূল্যের স্ট্যাম্প ছাপাতেন তারা। পরবর্তীতে তারা জাল রেভিনিউ স্ট্যাম্পগুলো আশপাশের হোলসেল মার্কেট ও পাইকারি ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন। যার ফলে সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে বলে জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নারায়ণগঞ্জ প্রতিনিধি মো. আফজাল হোসেন আফজাল। #















