সিকিমে বাংলাদেশিসহ আটকা পড়েছে দুই হাজার পর্যটক

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পর্যটনরাজ্য সিকিমে বেড়াতে গিয়ে অন্তত দুই হাজার পর্যটক আটকা পড়েছেন। ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৫ জুন) থেকে অবিরাম বৃষ্টির কারণে সড়ক প্লাবিত হওয়ায় পর্যটকরা আটকা পড়েছেন। সিকিমের মাঙ্গা শহর থেকে চুংতাংয়ের রাস্তাটি বৃষ্টির পানিতে ডুবে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
রাজ্যের কর্মকর্তারা বলেছেন, অবিরাম ভাান বর্ষণে লাচেন ও লাচুং এলাকার হোটেলগুলোতে ১ হাজার ৯৭৫জন স্থানীয় ও ৩৬ জন বিদেশি পর্যটক আটকা পড়েছেন। বিদেশি পর্যটকদের মধ্যে ২৩ জন বাংলাদেশি, ১০ জন যুক্তরাষ্ট্রের ও তিনজন সিঙ্গাপুরের রয়েছেন।
এ ছাড়া সিকিমের বিভিন্ন অঞ্চলে ৩৪৫টি চার চাকার যানবাহন ও ১১টি দুই চাকার যানবাহন আটকা পড়েছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।
গ্যাংটক-নাথুলা রোডের ১৩ মাইল পানিতে ডুবে গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এ ছাড়া রাইলা খোলাতে ভূমিধস হয়ে রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.