সিংড়া উপজেলায় ৩৪ হাজার ৫শত ৬৩ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ

নাটোর প্রতিনিধি: চলতি মৌসুমে নাটোরের সিংড়া উপজেলায় ৩৪ হাজার ৫শত ৬৩ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। গতবার আবাদ হয়েছিলো ৩৮ হাজার ১০০ হেক্টর। এবার ভুট্টার ফলন বেশি হওয়ায় বোরোর আবাদ কমেছে।
উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন জানান, আগাম পানি নেমে যাওয়ার কারনে কৃষকরা অন্য আবাদের দিকে ঝুঁকছেন।

এজন্য বোরো আবাদ শুরু করতেও দেরি হচ্ছে কৃষকদের। তবে গতকাল পর্যন্ত প্রায় ১০ হাজার হেক্টর জমিতে চারা রোপন করেছে কৃষকরা।

নির্দিষ্ট সময়ে বোরো আবাদ সম্পন্ন করতে উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছেন কৃষকদের।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.