সিংড়ায় হাতিয়ান্দহ ইউনিয়ন আ. লীগের কাউন্সিল অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় হাতিয়ান্দহ  ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি- বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল ১০ টায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহাবুব-উল-আলম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী Zunaid Ahmed Palak এমপি।
উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নবীর উদ্দীন, নওফেল উদ্দিন চৌধুরী ভেটূ সহ-সভাপতি ওয়াদুদ মোল্লা, সহ-সভাপতি অধ্যক্ষ আবুবক্কর সিদ্দিক রকি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আরিফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন,
সেচ্ছাসেবক লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল আওয়াল, সাধারন সম্পাদক এডভোকেট সাইদুর রহমান সৈকত, মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের  মহিলা ভাইস চেয়ারম্যান  শামীমা হক রোজি,সিংড়া উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সিংড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল, কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল হক চুনু, চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা প্রমূখ।
সভা পরিচালনা করেন, ইউনিয়ন আওয়ামী লীগের  সাধারন সম্পাদক মোস্তাকুর রহমান চঞ্চল। শেষে পুনরায় সভাপতি মাহবুব উল আলম ও মোস্তাকুর রহমান সাধারন সম্পাদক নির্বাচিত হন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.