সিংড়ায় স্মৃতিসৌধে দুর্নীতিকে লাল কার্ড দেখিয়ে বিজয়ের শপথ


নাটোর প্রতিনিধি: শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে মাদক, বাল্য বিবাহ, ধর্ষণ ও দুর্নীতি বিরোধী শপথ অনুষ্ঠিত হয়েছে।
নাটোর জেলার সিংড়া উপজেলা চত্বরে স্মৃতিসৌধের সামনে আজ রবিবার বেলা ৩ ঘটিকায় এ কর্মসূচী পালিত হয়েছে।
স্মৃতিসৌধে শিক্ষার্থীদের মাদক, বাল্য বিবাহ, ধর্ষণ ও দুর্নীতি বিরোধী শপথ গ্রহণ করান লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিংড়া উপজেলা চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম।
বিজয়ের শপথে এসময় উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে বাংলাদেশের ৬৪ জেলায় গত কয়েক বছরে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী এভাবেই সকল মাদক, বাল্য বিবাহ, ধর্ষণ ও দুর্নীতিকে লাল কার্ড প্রদর্শণ করে শপথ নিয়েছেন।…..
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.