সিংড়ায় প্রধানমন্ত্রীর ঘর পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার


নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় গৃহহীন পরিবারের জন্য বরাদ্দ প্রধানমন্ত্রীর ঘর পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবির। আজ সোমবার সকাল ১১টায় তিনি উপজেলার লালোর ইউনিয়নের আতাইকুলা এলাকার ঘর পরিদর্শন করেন। এরপরে তাজপুর ইউনিয়নের ঘর পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ শামীম হোসেন, সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম ভিপি শফিক, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, সহকারি কমিশনার (ভ‚মি) রকিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, ধর্ম বিষয়ক স¤পাদক মাওলানা রুহুল আমিন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন প্রমুখ।
এসময় বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবির সুবিধাভোগী পরিবারের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। পরে প্রশাসনের পক্ষ থেকে সুবিধাভোগী ৮ পরিবারের মাঝে চাল, ডাল, চিড়া, চিনি, তেল, নুডলসসহ ১৬ কেজির একটি খাদ্য সামগ্রীর প্যাকেজ বিতরণ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.