হবিগঞ্জে করোনায় দুই জনের মৃত্যু, মোট মৃত্যু ২৪

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। তার সাথে দীর্ঘ হচ্ছে মৃত্যুর সংখ্যাও।
গতকাল রবিবার (১১ জুলাই) রাতে করোনা আক্রান্ত দুই জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন হলেন মনোয়ারা বেগম (৬৫)। তিনি চুনারুঘাট উপজেলার বাসিন্দা। অন্যজন নবীগঞ্জ উপজেলা পুরুষ ব্যক্তি বষয় ৬৫।

আজ সোমবার (১২ জুলাই) সকালে ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিসুর রহমান উজ্জ্বল নিহতদের বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করে বলেন- গত ৩ জুন ওই মহিলা নমুনা পরীক্ষা দিলে তার রিপোর্ট পজিটিভ আসে।

পরে তার শারীরীক অবস্থার অবনতি হলে তাকে তিনি সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হয়। আর নবীগঞ্জের পুরুষ ব্যক্তি গত ৮ জুলাই নবীগঞ্জ হাসপাতালে পরীক্ষার জন্য নমুনা দিলে পজেটিভ ধরা পড়ে। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হলে রবিবার রাতে মারা যান। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ২৪ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় জেলা এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৩২১০ জন, সুস্থ হয়েছেন ২১৩২ জন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মোঃ জুনাইদ চৌধুরী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.