সিংড়ায় পোষা কুকুরের জন্য মনিবের আর্তনাদ

নাটোর প্রতিনিধি: আদরের পোষা কুকুরকে কুপিয়ে রক্তাক্ত করায় এক সপ্তাহ যাবৎ ভাত-পানি খায়নি মনমোহন সরকার নামের এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে নাটোরের সিংড়ার চামারী ইউনিয়নের রৌদি চামারী গ্রামে।

মনমোহন সরকার এক বছর যাবৎ একটি কুকুর পোষে। অসম্ভব ভালবাসে কুকুরকে। নিজে গোসল করিয়ে দেয়, নিজেই খাবার খাইয়ে দেয়।

স্থানীয়রা বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, গতকাল মঙ্গলবার নীলমনি নামের একজন প্রতিবেশীর ছোট ছেলে মনমোহনের নাতির সাথে খেলা করার সময় তার হাতে পিঠা দেখে কুকুরটি এগিয়ে গেলে মুখে কুকুরের আঘাত লাগে। এ ঘটনায় ক্ষীপ্ত হয়ে নীলমনি হাসুয়া দিয়ে কুকুরকে কুপিয়ে জখম করে।

মনমোহনের ছেলে বলে আমার বাবা গত এক সপ্তাহ যাবৎ ভাত-পানি খাচ্ছে না, শুধু হাউমাউ করে কান্না করছে।

কুকুরকে জখমকারী নীলমনি বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, আমার ছেলেকে আঘাত করায় ক্ষীপ্ত হয়ে আমিও কুকুরকে কুপিয়েছি, এটা আমার ভূল হয়েছে।

সামাজিক সংগঠন চলনবিল ফেসবুক সোসাইটির সাংগঠনিক সম্পাদক আবু জাফর সিদ্দিকী বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, কুকুরকে এভাবে মেরে খুবই জঘন্যতার প্রমাণ দিয়েছে। এটা মোটেও ঠিক করেনি। কুকুরকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার ব্যবস্থা করা হবে।

চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল মৃধা বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, নীলমনি একটা প্রাণীকে মেরে জঘন্য অপরাধ করেছে। দেশের প্রচলিত আইনানুযায়ী এর বিচার হওয়া উচিত।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.