বইমেলায় হাসনাইন সাজ্জাদী ও অনিমেষ বড়ালের বইয়ের মোড়ক উন্মোচন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বিজ্ঞান কবি  হাসনাইন সাজ্জাদী’র মুজিববর্ষের ছড়া এবং অনিমেষ বড়ালের একমুঠো ভালোবাসা গ্রন্থের মোড়ক উন্মোচিত হলো বই মেলায়। সাজ্জদী তার অনভুতিতে বলেন জাতির জনক এখন বিশ্ববন্ধু, বাংলাদেশটা তাঁর নামেই পরিচিত।
মুজিববর্ষে বাংলাদেশের মহান এই স্থপতির  প্রতিজানাই শ্রদ্ধা’। গীতিকার অনিমেষ বড়াল তার অনভুতিতে বলেন, সংগীত এমন একটি কলা যা সহজেই মানুষের হৃদয়কে স্পর্শ করতে পারে।
আমার লেখা গানগুলোতে, প্রেম-ভালোবাসা, বিরহ-বিপ্লব, স্বদেশপ্রেম, জন্মভূমি আর ছুঁয়ে গেছে বাংলার ষড়ঋতুকে, পাঠককে সহজেই বিমোহিত করবে। দুটো গ্রন্থের  প্রচ্ছদ এঁকেছেন সেঁজুতি, প্রকাশিত হয়েছে সিটিপাবলিশিং।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গীতিকার শহিদুল্লাহ ফরাজি, গীতিকার সিকদার আবদুল সালাম,কবি শামিমা আক্তার, কবি ইউসুফ ফার্সি, সাংবাদিক লোকমান হোসেন পলা, প্রকাশক মাহমুদুল হাসান, কবি নিপা চৌধুর প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.