সিংড়ায় জীবানুনাশক পানিতে পা ধুয়ে মুসল্লিদের মসজিদে প্রবেশ

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় মুসল্লিরা জীবানুনাশক পানিতে পা ধুয়ে (চুবিয়ে) মসজিদে প্রবেশ করেছেন। আজ শুক্রবার পবিত্র জুম্মার নামাজ আদায়কারী মুসল্লিরা অজুর পূর্বে ভাল করে হাত ধুয়ে অজু সম্পন্ন করেন।

অজু শেষে মসজিদে ঢোকার আগে দরজার সামনে রাখা জীবাণুনাশক পানিতে পা চুবিয়ে মসজিদে প্রবেশ করতে হয়। করোনা ভাইরাস থেকে সকলকে মুক্ত রাখতে স্থানীয় সংসদ সদস্য আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পক্ষ থেকে এই ব্যবস্থা গ্রহণ করা হয় বলে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়।

সিংড়া উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও আইসিটি প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী রুহুল আমিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, মসজিদ সমূহে মুসল্লিদের নিরাপদ রাখার উদ্দেশ্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পক্ষ থেকে এই ব্যবস্থা রাখা হয়।

প্রথম দফায় আজ শুক্রবার সিংড়া পৌর এলাকার ৭১টি মসজিদে এই ব্যবস্থা রাখা হয়। তবে উপজেলার কয়েকটি গ্রামেও স্থানীয় ইউপি চেয়ারম্যানদের সহায়তায় এই ব্যবস্থা রাখা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.