সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী আটক


নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় কুদরত ওরফে কুদু (৪৫) নামের একজন গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে সিংড়া থানা পুলিশ। বুধবার রাত ৮টার দিকে পৌর শহরের মাদারীপুর মহল্লা থেকে তাকে আটক করা হয়। আটককৃত কুদরত মাদারীপুর মহল্লার মোঃ মোজাম্মেলের ছেলে।

জানা যায়, বুধবার রাতে সিংড়া থানার এস.আই খাইরুজ্জামানের নেতৃত্বে এসআই ইলিয়াস কবির, এএসআই সঞ্জয় সরকার সঙ্গীয় ফোর্সসহ পৌর শহরের মাদরাসা মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের পর গাঁজার গাছের সন্ধান পাওয়া যায়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম আটকের সত্যতা স্বীকার করে বলেন,মাদক মুক্ত সিংড়া গড়তে এই অভিযান অব্যাহত থাকবে। মাদকের সাথে কোনো আপোষ নেই। আটককৃত কুদরতের বিরুদ্ধে সিংড়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.