সাড়া ফেলেছে সিফফাত শাহরিয়ারে মিউজিক ভিড়িও “আমি কোয়ারিন্টিনে”

বিশেষ প্রতিনিধি:
গীতিকার কবি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিফফাত শাহরিয়ার
অসাধারণ মিউজিক ভিডিও তৈরী করেছেন।
সত্যি ভালোবাসার
আবেগের কোন ভাষা হয় না।
ভালোবাসা; আবেগকে অনুভব করে বুঝে নিতে হয়।
প্রানে একটা অদ্ভুত রকমের হিল্লোল উঠবে এই ভিডিওটি দেখলে।
“‘আমি কোয়ারিন্টিনে'” এই গানটি youtube চ্যানেলে রিলিজ হওয়ার সাথে সাথে বেশ সাড়া ফেলে দিয়েছে। গানটি শিল্পী ও সুরকার রোকন ইমন- তার youtube channel Velki Music হতে এটি রিলিজ করেছেন। গানটির কথামালা বর্তমানে সময়ের প্রেক্ষাপটকে আত্যন্ত সাবলীলভাবে তুলে ধরেছে। গানের কথা একে বারে মনে গহীনে দাঁগ কেঁটে যায়, গীতিকার সিফফাত শাহরিয়ার বলেন, মানব সভ্যতা এখন এক কঠিন সময়ের যাত্রী হয়ে দিন কাঁটাছেন এই সময় সবচেয়ে বেশি যেটার খুব দরকার মনে ভিতর থেকে ভয়কে দুরে রাখা। আমি মনে করি গান মনের ভিতর অন্য এক সাহস দান করে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.