সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা, মিঠাপুকুরে জরিমানা

রংপুর প্রতিনিধি: সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার দায়ে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি বাজারে এ অভিযান পরিচালিত হয়।
আজ শনিবার (০৪ ডিসেম্বর) বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। অভিযানে উপজেলা কৃষি অফিসার ও পুলিশ সদস্যগণ সহযোগিতা করেন।
অভিযানের সময় অনুমোদনহীনভাবে সার বিক্রয় ও গুদামজাতকরণের অপরাধে মাহফুজার নামের এক ব্যক্তিকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সারের কৃত্রিম সংকট তৈরি প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.