BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচার, প্রশাসনের সহায়তা চেয়ে সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচার, প্রশাসনের সহায়তা চেয়ে সংবাদ সম্মেলন

জামালপুর প্রতিনিধি: জামালপুরে ভূয়া ফেসবুক আইডি ব্যবহার করে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে প্রশাসনের সহায়তা চেয়েছেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।

বৃহষ্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সরিষাবাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, আমার এবং দলের ভাবমূর্তি বিনষ্ট করতে, সামাজিকভাবে হেয় করতে ভূয়া ফেসবুক আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে।

যমুনা সার কারখানায় আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগে ঠিকাদারি প্রতিষ্ঠান আল-মমিন আউটসোর্সিং সার্ভিস লিমিটেডের কাছে এক কোটি চাঁদাদাবীর বিষয়ে তিনি বলেন, আমার বিরুদ্ধে চাঁদাদাবীর যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা। যারা অভিযোগ করেছেন তাদের সাথে আমার কখনোও যোগাযোগ, স্বাক্ষাৎ বা কথা হয়নি।

তিনি আরও বলেন, আমি এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরী করেছি, প্রশাসনকে খতিয়ে দেখার জন্য অনুরোধ করছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।

সংবাদ সম্মেলনে সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন তালুকদার, বিএনপি নেতা সিপার মেহেদীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ