সান্তাহার স্টেশনে খালাসিদের মধ্যে মারপিট ঘটনায় আহত-১


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:  আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে মিটারগ্রেজ লাইনে খালাসিদের মধ্যে রেললাইনে লাইনের কাজ কম বেশি করানোকে কেন্দ্র করে মারপিট ঘটনায় সাজ্জাদ হোসেন (৪০) নামের খালাসি আহত হয়েছে।

তাকে সান্তাহার রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।

জানাগেছে, গতকাল  সোমবার সকাল সাড়ে ৯টায় সান্তাহার স্টেশানের নিকট মিটারগ্রেজ লাইনে ১৮নং গাংয়ের লিডার মিস্ত্রী রফিকের আওতায় ৭/৮ জন খালাসি (শ্রমিক) রেললাইন মেরামত ও পাথর সংরক্ষনের কাজ করছিল।

এসময় খালাসিদের মধ্যে কম বেশি কাজ করানো নিয়ে সাজ্জাদ ও জাহিদুল কবির নামের দুই খালামি তাদের গ্যাং লিডার রফিকের নিকট প্রতিবাদ করে।

এতে রফিক ক্ষিপ্ত হয়ে বাকবিতন্ডা জড়িয়ে পড়েন। এক পর্যায়ে সাজ্জাদের উপড় চড়াও হয়ে বহিরাগত কিছু লোকজন সাজ্জাদ নামের ওই খালাসিকে বেদম মারপিটে আহত করে।

এব্যাপারে সান্তাহার রেলওয়ে পিডব্লিউআই প্রকৌশলী আহসানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বিটিসি নিউজকে জানান, আহত সাজ্জাদের চিকিৎসার পর ডাক্তারি রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.