সান্তাহার রেলওয়ে থানায় চোর সন্দেহে তিনজন গ্রেফতার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা পুলিশ চোর সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো, বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম এলাকার খোরশেদ আলমের ছেলে বিপ্লব হোসেন (২২), আবু তালেব আলীর ছেলে খোরশেদ আলম (৪৬) ও ভঙ্কুর গ্রামের আব্দুর রশিদের ছেলে রুবেল হোসেন (২৫)।
আজ সোমবার (১৬ মে) সকালে সান্তাহার রেলওয়ে থানাধীন বগুড়া স্টেশন থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, আজ সোমবার (১৬ মে) সকালে বগুড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে চোর সন্দেহে উক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে বিপ্লব হোসেন ও রুবেল হোসেনের বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় চুরি মামলা রুজু হয়েছে।
এছাড়া অপর খোরশেদ আলমের বিরুদ্ধে কাহালু থানায় মাদক ও নওগাঁ সদর থানায় চুরি মামলা রয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আজম বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করে বলেন. গ্রেফতারকৃতদের দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.