সান্তাহার বোডিংয়ে অভিযান ম্যানেজারসহ এক যৌনকর্মি গ্রেফতার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারের আবাসিক বোডিংয়ে অভিযান চালিয়ে অনৈতিক কার্যকলাপের অভিযোগে সাফিন বোডিং ম্যানেজারসহ এক যৌনকর্মিকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সোমবার রাতে সান্তাহার ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমানের নেতৃত্বে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, সফিন বোর্ডিং ম্যানেজার বগুড়ার বাদুরতলা গ্রামের শেখ ফরিদ উদ্দীন (৪০), সাফিন বোডিং থেকে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কালাপাগল বাজারের নুরুল ইসলামের মেয়ে নাহার বেগম (২৮)।
সান্তাহারে অবস্থিত বেশ কিছু বোডিংয়ে নারী ব্যবসা ও জুয়ার আসর চালিয়ে আসছিল বোর্ডিং কতৃপক্ষ।

এমন গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীনের নির্দেশে সান্তাহার ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান ফোর্সসহ গতকাল সোমবার রাতে সান্তাহারের বিভিন্ন আবাসিক বোডিংয়ে অভিযান চালিয়ে অনৈতিক কার্যকলাপের অভিযোগে সাফিন বোডিং ম্যানেজার শেখ ফরিদ উদ্দীন ও এক যৌনকর্মিকে গ্রেফতার করে। আজ মঙ্গলবার দুপুরে তাদের আদালতে প্রেরন করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.