সান্তাহারে ৪০পিস নেশার এ্যাম্পলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহারে ৪০পিস নেশার এ্যম্পলসহ ফারুক হোসেন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।
শনিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৭টায় রাজশাহীগামী আন্ত:নগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন থেকে মালামালসহ গ্রেফতার করা হয়েছে। ফারুক হোসেন নিলফামারী জেলার ডোমার উপজেলার সোনারায় গ্রামের মজিবুর রহমানের ছেলে। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় একটি মাদক আইনী মামলা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানা সুত্রে জানায়ায়, শনিবার রাতে মাদক বিরোধী অফিযান কালে রাত সাড়ে ৭টায় রাজশাহীগামী আন্ত;নগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে যাত্রী বেশে বহন করার সময় গোপন সংবাদের ভিক্তিতে রেলওয়ে থানার উপ পরিদর্শক মাজেদ আলী মাদক ব্যবসায়ী ফারুক হোসেনকে আটক করেন। এরপর তার দেহ তল্লাশি করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪০ পিস নেশার এ্যাম্পল উদ্ধার করা হয়।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ফারুক হোসেনকে আদালতে প্রেরন করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.