সান্তাহারে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহারে ইয়াবা ট্যালেটসহ শিবলু হোসেন (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২-ক্যাম্পের একটি দল।
গতকাল বুধবার (০৮ ডিসেম্বর) রাতে উপজেলার চা-বাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানায় সোর্পদ করেছে। গ্রেফতারকৃত শিবলু সান্তাহার চা-বাগান এলাকার নুর ইসলামের ছেলে। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন র‌্যাব-১২।
র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার সোহরাব হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত বুধবার রাতে র‌্যাব-১২- এর একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে আদমদীঘির সান্তাহার চা-বাগান এলাকায় নিজ হেফাজতে রেখে ইয়াবা বিক্রি করছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে রাত সোয়া ৯টায় উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শিবলুকে গ্রেফতার ও তার নিকট থেকে ১০০পিস ইয়াবা ট্যাবলেট. মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন মামলা দায়ের নিশ্চিত করে বিটিসি নিউজকে বলেন গ্রেফতারকৃতদের আজ বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.