সান্তাহারে ফলজ বাগানের গাছ কেটে ফেলেছে দুবৃত্তরা


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহার নতুন বাজার এলাকার জনৈক তমিজ উদ্দিনের একটি ফলজ বাগানে আম, সুপারি, পেয়ারা ও পেঁপেসহ বিভিন্ন জাতের ফলজ গাছ কেটে ফেলে গেছে দুবৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটায়।

আদমদীঘির সান্তাহার নতুন বাজার এলাকায় বসবাসকারি তমিজ উদ্দিন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, তার জায়গায় আম সুপারি, পেয়ারা, লেবু, কলা, পেঁপেসহ বিভিন্ন জাতের ফলজ গাছের বাগান করেন। লাগানো অনেক গাছই বড় হয়ে এবার ফল ধরেছিল আবার অনেক গাছে ফল আশার উপক্রম হয়েছে।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে কে বা কারা শক্রতাবসত: বাগানের বিপুল ফলজ গাছ কেটে ফেলে বিপুল ক্ষতিসাধন করেছে। এ ঘটনায় টিওপিতে লিখিত অবিযোগ করেছেন তিনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.