সান্তাহারে দুই সড়কে সিসি ঢালাই ও কার্পেটিং কাজের উদ্বোধন


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এলজিইডির অর্থায়নে আদমদীঘির সান্তাহার পৌরসভা এলাকায় ৯০ লাখ ৭০ হাজার টাকা ব্যায়ে সিসি সড়ক ঢালাই ও কাপেটিং দুটি কাজের উদ্বোধন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু এই দুটি সড়কে নির্মান কাজের উদ্বোধন করেন। এসময় পৌর প্যানেল মেয়র জার্জিস আলম রতন, সহকারি প্রকৌশলী রেজাউল করিম, ঠিকাদার এহসান গুড্ডুসহ পৌর কাউন্সিলর ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু জানায়, চলতি অর্থবছর নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এলজিইডির অর্থায়নে আদমদীঘির সান্তাহার পৌরসভার ২নম্বর ওয়ার্ডে ওয়ার্কসপ জামে মসজিদ থেকে পোওতা সুফি হার্ডওয়ারের বাড়ী পর্যন্ত ৪৯লাখ ৪৮হাজার ৬৬৯টাকা ব্যয়ে, ৫শ ৭০মিটার সিসিঢালাই কাজ এবং ৮নম্বর ওয়ার্ডে পাথরকুটা গ্রামে বাচ্চুর বাড়ি থেকে নাটোর বাইপাস সড়ক পর্যন্ত ৫১লাখ ২১হাজার ৪২৭টাকা ব্যয়ে, ৭শ মিটার সড়ক কার্পেটিং কাজ উদ্বোধন করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.