সান্তাহারে দামোদর উৎসব-প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে মন্দিরে দামোদর উৎসব ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে। রেলওয়ে মন্দিরের আয়োজনে শনিবার রাত ৮টায় আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার প্রধান অতিথি হিসাবে দামোদর উৎসব ও ঘি-কর্পূরের প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্ধোধন করেন।
রেলওয়ে মন্দির কমিটির সভাপতি শুভাশীষ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার নাজরান রউফ, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায়, যুগ্ম সম্পাদক সমর দাস, বগুড়া সদর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশীষ রায়, জেলা পুজা উদযাপন কমিটির নেতা অশোক সাহা, রনজিত ঘোষ, সান্তাহার পুলিশ ফাঁড়ীর ইনচার্জ আব্দুল কাদের জিলানী, আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার, সম্পাদক উত্তম কুমার ঘোষ, রেলওয়ে মন্দির কমিটির নেতা সজল ঘোষ, পৌর কাউন্সিলর আলাউদ্দিন প্রমুখ।
অপরদিকে উপজেলা সদরের তালসন কালীবাড়ী রাধাগোবিন্দ মন্দিরে শতশত ভক্তবৃন্দের উপস্থিতিতে দামোদর উৎসব-প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.