সাদুল্যাপুরে অজ্ঞাত গৃহবধুর লাশের পরিচয় মিলেছে

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের চকনারায়ন গ্রামের একটি জমি থেকে আজ শনিবার সকালে মইরন বেগম (৪৮) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে।
মইরন বেগমের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিন শাহবাজ গ্রামের মৃত আব্দুস ছাত্তার মিয়ার স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন: চকনারায়ন গ্রামের খাসা মিয়ার বাড়ির উত্তর পাশে আনছার আলীর জমিতে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। স্বামী মারা যাওয়ার পর মইরন গাজীপুরের টঙ্গি এলাকার আব্দুল্যাপুরে রাস্তার শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতো।
একই কাজে সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের বৈষ্ণবদাস গ্রামের লাভলু মিয়ার সাথে পরিচয় হয় মইরন বেগমের এবং এক পর্যায়ে লাভলু মিয়ার সাথে মইরনের দ্বিতীয় বিয়ে হয়। তারা দুজনে শুক্রবার বৈষ্ণবদাস গ্রামে বেড়াতে আসে এবং শনিবার সকালে ফাঁকা মাঠ থেকে মইরনের লাশ উদ্ধার করা হয়।
সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ আরশেদুল হক বিটিসি নিউজকে জানান, মইরন বেগমের লাশ পোস্টমর্টের জন্য মর্গে পাঠানো হয়েছে। উদ্ধারের সময় একটি মোবাইল ফোন পাওয়া গেছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.