সাতক্ষীরার কালীগঞ্জে ট্রাক চাপায় পথচারী শিশু নিহত

 

প্রতীকী ছবি
সাতক্ষীরা প্রতিনিধি: কা‌লিগ‌ঞ্জের জি‌রোনগাছা মো‌ড়ে বাংলা ট্রা‌ক চাপায় জিম (১০) নামে পথচারী এক শিশু নিহত হয়েছে। র‌বিবার (২৮ মে) সকাল সা‌ড়ে ৯ টায় এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘাতক ট্রাক আটক ক‌রে‌ছে স্থানীয় জনতা।
নিহত জিম কা‌লিগঞ্জ থানাধীন বিষ্ণুপুর ইউ‌নিয়‌নের বন্ধকা‌টি গ্রামের জাহাঙ্গীর এর ছেলে ।
কা‌লিগঞ্জ থানা পু‌লিশ জি‌মের লাশ ময়না তদন্তের জন্য থানায় নি‌য়ে গে‌ছেন বলে স্থানীয়রা জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধি মো. সেলিম হোসেন #

Comments are closed, but trackbacks and pingbacks are open.