সাংবাদিক রোজিনার মুক্তির দাবীতে নাগেশ্বরীতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি: সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধ ও প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে গণকমিটি।
আজ শুক্রবার (২১ মে) বেলা ১১টায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গণকমিটির রায়গঞ্জ শাখার সহ-সভাপতি আব্দুল মান্নান প্রধানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন স্বল্প মানবিক সংগঠনের সভাপতি নুরুন্নবী মিয়া, গণকমিটির রায়গঞ্জ শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, ব্যবসায়ী শহিদুল ইসলাম, শাহালম মিয়াসহ স্থানীয়রা।
এ-সময় বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের আয়নার মত। সাংবাদিকদের স্বাধীনভাবে দ্বায়িত্ব পালনের সুযোগ দিতে হবে। দেশব্যাপী সাংবাদিক নির্যাতন আমাদের দেশের স্বাধীনতার উপর আঘাতস্বরুপ। যা মেনে নেয়া অসম্ভব।
বক্তারা আরও জানান, রোজিনা ইসলাম অনবরত স্বাস্থ্যমন্ত্রণালয়ের দুর্ণীতি নিয়ে রিপোর্ট করেছিলেন। দুর্নীতি বন্ধ না করে উল্টো তাকেই হেনস্তা করছে উক্ত মন্ত্রণালয় । আমরা তার মুক্তি দাবি করছি।
দ্রুত রোজিনা ইসলাম কে মুক্ত করা না হলে কঠোর কর্মসূচির আল্টিমেটাম দেন তারা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.