রাজশাহীতে সাংবাদিক রোজিনার মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকদেশের অন্যান্য শহরের মত রাজশাহী মহানগরীতেও সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাঁকে হেনস্তার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন হয়েছে।
বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জেলা শাখা গতকাল বৃহস্পতিবার (২০ মে) এ কর্মসূচি পালন করে।
বেলা ১১টার দিকে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এই মানববন্ধন হয়। মানববন্ধন থেকে রোজিনাকে নির্যাতনের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের পদত্যাগ দাবি করেন বক্তরা।
ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে বক্তব্য দেন- রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির চেয়ারম্যান মো. লিয়াকত আলী, স্থানীয় দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হক, সাবেক সভাপতি কাজী শাহেদ, সাবেক সাধারণ সম্পাদ মামুন-অর-রশিদ, টেলিভিশন ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহদী হাসান শ্যামল প্রমুখ। সঞ্চালনা করেন বিএফইউজের সদস্য জাবিদ অপু।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মোঃ মাইনুর রহমান (মিন্টু) রাজশাহী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.