সাংবাদিক রিগ্যান গ্রেফতার এর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে “(বিএমএসএফ)” রংপুর জেলা কমিটি

রংপুর প্রতিনিধি: কুড়িগ্রামে মধ্যরাতে বাড়িতে হানা দিয়ে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে তুলে নিয়ে মোবাইল কোর্ট বসিয়ে এক বছরের কারাদণ্ড দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক (বিএমএসএফ) রংপুর জেলা কমিটি।

আজ শনিবার বিকেলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক (বিএমএসএফ) রংপুর জেলা কমিটির সভাপতি শফিউল করিম শফিক ও সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিকের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে সাংবাদিক আরিফ হোসেন রিগ্যানকে রাতের বেলা মোবাইল কোর্ট পরিচালনা করে আটক করে সাজা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

উল্লেখ্য, গতকাল শুক্রবার (১৩ মার্চ) দিবাগত মধ্য রাতে ডিসি অফিসের দুই-তিন জন ম্যাজিস্ট্রেট ১৫-১৬ জন আনসার সদস্যকে নিয়ে দরজা ভেঙে তার বাসায় প্রবেশ করেন।

তবে তারা কোনও তল্লাশি অভিযান চালাননি। পরে ডিসি অফিসে নেওয়ার পর তারা দাবি করেন, আরিফুলের বাসায় আধা বোতল মদ ও দেড়শ’ গ্রাম গাঁজা পাওয়া গেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.