সাংবাদিক মানিকের উপর হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: পাবনার ভাঙ্গুড়া উপজেলার সাংবাদিক মানিক হোসেনের উপর হামলার প্রতিবাদে এবং অভিযুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে পাবনায় কর্মরত সাংবাদিকবৃন্দের আয়োজনে ঘন্টাব্যাপি এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, অসাধু দুধ ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় খোলা কাগজের ভাঙ্গুড়া প্রতিনিধি মানিক হোসেনকে নির্মমভাবে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অবিলম্বে তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান বক্তারা।
বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ সহ অনেকে।
উল্লেখ্য, ভাঙ্গুড়া উপজেলার অসাধু দুধ ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে গত ১৬ এপ্রিল সকালে উপজেলার পুঁইবিল গ্রামে মানিক হোসেনকে একা পেয়ে পিটিয়ে পা ভেঙ্গে দেয় অসাধু দুধ ব্যবসায়ীদের লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাহিনী।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.