সাংবাদিক নাদিম হত্যা মামলার আসামির জামিন নামঞ্জুর

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানি নাদিম হত্যাকাণ্ডের প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ ৫ আসামীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে আজ তৃতীয় বার জামিন নামঞ্জুর করা হলো।
৭ আগষ্ট সোমবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানভীর আহমেদ এই জামিন নামঞ্জুর করেন। বাদী পক্ষের আইনজীবী ইউসুফ আলী গণমাধ্যমকে জানান সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের প্রধান আসামি মাহমুদুল আলম বাবু, মকবুল হোসেন, রেজাউল ,জাকিরুল ও মনিরুজ্জামান জামিনের জন্য আবেদন করেন।
পরে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, চলতি বছরের গত ১৪ জুন কাজ শেষে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জের পাটহাটি এলাকায় সাংবাদিক গোলাম রাব্বানি নাদিম নৃশংস হামলার শিকার হন। পরের দিন ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরে ১৭ জুন নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী বাদি হয়ে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ২২ জনকে আসামি করে বকশিগঞ্জ থানায় হত্যাকাণ্ডের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এছাড়াও এই মামলায় আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাত নামা আসামি করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.